Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

পৌরসভার সাধারণ তথ্য

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ :পৌরসভা একটি সেবামূলক স্বায়ত্ব প্রতিষ্ঠান।প্রতিনিয়ত পৌরবাসীকে বিবিধ সেবা গ্রহনে পৌরসভা কার্যালয়ে যোগাযোগ রক্ষা করতে হয়।অধিকাংশ পৌরবাসী সেবার ধরণ , সেবা গ্রহনের প্রক্রিয়া সম্পর্কে অবগত নয়। তাই পৌর কর্তৃপক্ষ সরকারী নিদেশনার আলোকে পৌরসভা কার্যালয়ে তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করার সিদ্ধামত্ম গ্রহন করেছে। এর অন্যতম লÿ্য হচ্ছে পৌর এলাকার সকল বৈষয়িক তথ্যসমূহ পৌরবাসীর নিকট সহজলভ্যকরণ এবং আমত্মঃযোগাযোগের মাধ্যমে এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ তথা পৌরবাসীকে নাগরিক দায়িত্ব পালনে অধিকতর সচেতন করা।

 

সাতকানিয়া পৌরসভা ২০০৩ সালে গঠিত হয়। চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রামেত্ম কক্সবাজার আরাকান সড়ক হতে ৫(পাঁচ) কিলোমিটার পূর্বে সাতকানিয়া-বাঁশখালী সড়ক ঘেষেই ১২.৫০ বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট অত্র পৌর এলাকার অবস্থান। অত্র পৌরসভা রামপুর(জে ,এল নং-৫২, দাগ নং-৮৮১-১২৯৪,২৮৩৭-৩০৩৪,৩৫০১-৫১৭৯) পশ্চিম ঢেমশা ইউনিয়নাধীন পশ্চিম ঢেমশা(জে,এল নং-৫৫, দাগ নং-১২৭৭-১৩৭৮,১৪১১-১৫৩২,১৫৭১-১৬৪৩,৩০০১-৬০৪৭,১০০০১-১০৪৪৬ ) দক্ষিণ ঢেমশা ইউনিয়নাধীন দক্ষিণ ঢেমশা মৌজা  ( জে, এল নং- ৫৬, দাগ নং-১-১৯৮,৫৪৬-৫৫০,৪০০১-৪৭২৮,৬৪৫৬-৭৯১৪,১৫০০১-১৬৩৬০) ছদাহা ইউনিয়নাধীন ছৈয়দাবাদ মৌজা ( জে , এল নং -৫৮, দাগ নং-৭৩৪-৯৩০) সাতকানিয়া ইউনিয়নাধীন রম্নপকানিয়া মৌজা ( জে , এল নং-৬৫, দাগ নং- ০১-১৬৮০,১৭৮৮-৩৬০০,৮২১১-৮৭৬৫)এবং সোনাকানিয়া ইউনিয়নাধীন সোনাকানিয়া মৌজা ( জে , এল নং-৬৬,দাগ নং-৪০৬-২৫০৮,৫০০১-৬০৬৮) ৬টি মৌজা নিয়ে গঠিত। স্থানীয় সরকার বিভাগ, পৌর-৩ শাখা কর্তৃক জারীকৃত প্রঞ্জাপন এর স্মারক নং-পৌর-৩/চবি-গ-৩৬/৯৮/১১৮২; তারিখ-২৩/০৯/২০০৮ এর অনূবলে সাতকানিয়া পৌরসভাকে ’গ শ্রেণী হতে খ’’ শ্রেণীতে উন্নীত করা হয়।

 

চট্টগ্রাম জেলার মধ্যে অত্র এলাকার লোকজন  ব্যবসা-বাণিজ্যের সাথে অধিকহারে সম্পৃত্ত। তাই পৌর এলাকার অধিকাংশ জনগনের আর্থিক স্বচ্ছলতা আছে। ৯টি ওয়ার্ড নিয়ে অত্র পৌর এলাকা গঠিত হয়। ২০১১ সালের আদম শুমারির হিসেবে জনসংখ্যা ৪৫০০১জন। পৌর এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতী  প্রশংসনীয়। মোট ৭৫৬১টি  হোল্ডিংস এর মধ্যে পাকা ২০৭১টি, আধা পাকা ১৫৫০টি ও ৩৯৪০টি কাচা।  পৌর এলাকায় চিকিৎসা সেবা প্রদানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান কাজ করছে।

 ইতোমধ্যে পৌরসভা কর্তৃক প্রায় ৮০ভাগ এলাকা সড়ক বাতির আওতায় এনে সেবা প্রদান করা হচ্ছে। পৌরসভার মধ্য দিয়েই প্রবাহমান স্রোতস্বীনি ডলু খাল যা নিকটবর্তী শঙ্খ নদীর সাথে মিশেছে। ডলু খালের বালি অবকাঠামো নির্মানের জন্য অত্যমত্ম  মানসম্মত। ২০০৫ সালে পৌরসভা গঠনের পর ১ম নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচিত পৌর প্রতিনিধিদের নাম বাংলাদেশ গেজেট অতিরিক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রবিবার,ডিসেম্বর ১৮,২০০৫ এ প্রকাশিত হয়।

 

প্রতি বছর জনসম্মুখে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়।নিম্নে এক নজরে পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের বাজেট সংযোজন করা হলো।

পৌরসভার নাম:

 

সাতকানিয়া পৌরসভা

স্থাপিতঃ

 

২০০৩

আয়তন  :

  ১২.৫০  বর্গ কিমি

শ্রেণীঃ

 

‘‘খ’’

ওয়ার্ড সংখ্যা

উপজেলাঃ

 

সাতকানিয়া

জনসংখ্যা

৪৫০০১

জেলাঃ

 

চট্টগ্রাম       

 

 

বিভাগঃ

 

চট্টগ্রাম

 

 

·        সীমানা            

·        জেলা সদর হতে দূরত্ব          :৫৮ কিঃমিঃ।
·        আয়তন                            :১৩.০০ বর্গ কিলোমিটার।
·        জনসংখ্যা                        :৭৯,৫২২ (জন)।

পুরুষ                              : ৪৩,৭৩৭ জন।
মহিলা                             : ৩৫,৭৮৫ জন।

·        লোক সংখ্যার ঘনত্ব                        :১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে)।
·        মোট ভোটার সংখ্যা                        :২,৪৫,৬৪৪ জন।

K)  পুরুষভোটার সংখ্যা                 :------- জন।

L)   মহিলা ভোটার সংখ্যা               :--------- জন।

M)  বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩০%

N) মোট পরিবার(খানা) = ৭৫৬১ টি।

·        নির্বাচনী এলাকা                  :সাতকানিয়া পৌরসভা ।
·        গ্রাম                                :-------- টি।
·        মৌজা                             :৬ টি।
·        পৌরসভা                         :০১ টি।
·        এতিমখানা                       :১৮ টি।
·        মসজিদ                           :৮৪ টি।
·        মন্দির                             :১৪ টি।
·        নদ-নদী                           :১ টি (ডলু নদী)
·        হাট-বাজার                       : ৪ টি।
·        ব্যাংক শাখা                      :৬ টি।
·        পোস্ট অফিস/সাব পোঃ অফিস   :১ টি।
·        টেলিফোন এক্সচেঞ্জ                ০১ টি।
·        ক্ষুদ্র কুটির শিল্প                     :------- টি।
·        বৃহৎ শিল্প                             :---- টি।

পৌরসভার সাথে যোগাযোগের মাধ্যম

 

ঠিকানা

:

মেয়র ,সাতকানিয়া পৌরসভা, সাতকানিয়া, চট্টগ্রাম।

টেলিফোন নম্বর

:

০৩০৩৬৫৬৫১১

ফ্যাক্স নম্বর

:

০৩০৩৬৫৬০৫০

মোবাইল নম্বর

:

        ০১৮১৯৩২৭৩৪২

ই-মেইল নম্বর

:

Satkaniapourashava@gmail.com