১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে উপজীব্য করে “আমার চোখে বঙ্গবন্ধু ” বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি করার জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উপজেলার সকল স্কুল-কলেজ এবং তদূর্ধ্ব পর্যায়ের ছাত্র/ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
ক-গ্রুফঃ প্রাথমিক এবং সমপর্যায়
খ-গ্রুফঃ মাধ্যমিক এবং সমপর্যায়
গ-গ্রুফঃ উচ্চ মাধ্যমিক /সমপর্যায় এবং তদূর্ধ্ব
প্রতি গ্রুফের ১ম/২য়/৩য় কে উপজেলা পর্যায়ে পুরস্কৃত করা হবে এবং ১ম স্থান অধিকারীকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS