Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাতকানিয়া উপজেলার পটভূমি

সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম জেলার দক্ষিণে অবস্থিত। সাতকানিয়া উপজেলার অবস্থান ২২°০৪' উত্তর অক্ষাংশ হতে ২২°১২' উত্তর অক্ষাংশে এবং ৯১°৫৮' পূর্ব দ্রাঘিমা হতে ৯২°১০' পূর্ব দ্রাঘিমার মধ্যে। জেলা সদর হতে অত্র উপজেলার দুরুত্ব ৬১ কি:মি:। সাতকানিয়া উপজেলার আয়তন ১০৮ বর্গমাইল, মোট জনসংখ্যা ৩,৮৪,৮০৬জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৩৭০জন (প্রতি বর্গকিলোমিটারে)। সাতকানিয়া উপজেলার উত্তরে চন্দনাইশ উপজেলা, দক্ষিণে লোহাগাড়া উপজেলা, পূর্বে বান্দরবান জেলা এবং পশ্চিমে বাশঁখালি ও উত্তর-পশ্চিমে আনোয়ারা উপজেলা। সমতল ভূমি, পাহাড় ও সাঙ্গু ও ডলু নদী দ্বারা বেষ্টিত এই জনপদ। সাতকানিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন পরিষদ। ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কাজের স্বার্থে এই এলাকায় আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমানে অবস্থিত আদালত ভবনের নামে ০৭ কানি ভূমি (৪০ শতকে ১ কানি) জনৈক পেটান নামক এক জমিদার সরকারের অনুকূলে হস্তান্তর/দান করায় তৎসময় হতে এ উপজেলার নামকরণ সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে। উল্লেখ্যে ঐ সময় হতে বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা নিয়ে সাতকানিয়া সার্কেল নামে পরিচিত ছিল। ১৯৮২/১৯৮৩ সালে সার্কেলকে আপগ্রেড করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষে পৃথক পৃথক উপজেলা সৃজনের মাধ্যমে আজকের সাতকানিয়া একটি স্বতন্ত্র উপজেলায় পরিগণিত হয়।জনগনের জীবনযাত্রা কৃষি ও ব্যবসা বানিজ্য নির্ভর। একই সাথে এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বানিজ্য ও বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন।