Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাতকানিয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম
বিস্তারিত

 
চট্টগ্রামে সাতকানিয়া উপজেলায় ১৫ মে থেকে আগামী ২৪ মে পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রথম দফায় পাঁচ উপজেলায় হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এর পর চট্টগ্রাম মহানগরী ও ১৪ উপজেলায় তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

প্রথম দফায় ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত, এরপর ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত দ্বিতীয় দফায় সন্ধীপ, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, সীতাকুন্ড, ফটিকছড়ি উপজেলায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ড, আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটার এলাকা স্থানান্তরও করতে পারবেন ইচ্ছুক ভোটাররা।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৮ বছরের নিচে যাতে কেউ ভোটার হতে না পারে সেদিকে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য সংগ্রহ শেষে সার্ভার কেন্দ্রে ছবি তোলা হবে।
 
প্রথম পর্যায়ে যে সব উপজেলায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে তাদের ২৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত ছবি তোলা হবে। ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত যে সব এলাকায় তথ্য সংগ্রহ করা হবে, তাদের ছবি তোলা হবে ১৮ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যে সব এলাকায় তথ্য সংগ্রহ করা হবে তাদের ছবি তোলা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।

সংগ্রহে: মহিউদ্দীন, উপজেলা টেকনিশিয়ান, সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম।

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/06/2014