Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মির্জারখীল দরবার শরীফ ও মাজের মসজিদ
বিস্তারিত
:::::::::::::::::::::::::::::::::মাজের মসজিদ:::::::::::::::::::::::::::::::::

ঐতিহ্যবাহী মাজের মসজিদটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়  অবস্থিত। অত্র মসজিদটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। চট্টগ্রাম কক্সবাজার সড়কের কেরানীহাট হতে সিএনজি যোগে সাতকানিয়া মটরস্টেশন, তারপর রিকসা বা পায়ে হেটে মাজের মাসজিদ এ আসা যায়।

 

:::::::::::::::::::::::::::::মির্জাখীল দরবার শরীফ::::::::::::::::::::::::::::

প্রায় দুই শত বছর আগে সাতকানিয়া মির্জাখিল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরি (র.)  হানাফী মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোন দেশে চাঁদ দেখা গেলে রোযাও ঈদ সহ সকল ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই উত্তরসুরি হযরত মাওলানা আবদুল হাই জাহাগীরির অন্যতম খলিফা চন্দনাইশ শাহ্ ছুফি দরবারের পীর হযরত মাওলানা শাহ্ছুফি আমজাদ আলী (র.) মুরিদ ও অনুসারীরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছে।

 

চট্টগ্রাম কক্সবাজার সড়কের কেরানীহাট হতে সিএনজি যোগে সাতকানিয়া ডলুব্রীজ, তারপর সিএনজি যোগে মির্জারখীল দরবার শরীফে আসা যায়।

 

 

 

......................   পোর্টাল বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রদান করুন  mohiuddinitcv@gmail.com    .....................