গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
সাতকানিয়া, চট্টগ্রাম
সভার নোটিশ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আগামী ০৭/০৮/২০১৪ তারিখ সকাল ১১.০০ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সম্মানিত সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো হলো।
মো: শরীফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
সাতকানিয়া,চট্টগ্রাম
০৩০৩৬৫৬২৩২
স্মারক নং- ০১২.০৪.১৫৮২.২৯১.২০১৪- ( ১০০) তারিখ : ০৪/৮/২০১৪খ্রি:
বিতরণ :
০১। অধ্যক্ষ,সাতকানিয়া সরকারী কলেজ।
০২। উপজেলা .................................................................... কর্মকর্তা,সাতকানিয়া,চট্টগ্রাম ।
০৩। মেয়র,সাতকানিয়া পৌরসভা,সাতকানিয়া,চট্টগ্রাম।
০৪। চেয়ারম্যান............................................................... ইউনিয়ন পরিষদ,সাতকানিয়া,চট্টগ্রাম ।
০৫। অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার.সভাপতি......... ........................................কলেজ/উচ্চ বিদ্যালয়/মাদ্রাসা/প্রা: বিদ্যালয়।
০৬। সভাপতি/সম্পাদক/ জনাব................................................................................................ (রাজনৈতিক দল) ।
০৭। সভাপতি/সম্পাদক,সাতকানিয়া প্রেস ক্লাব,সাতকানিয়া,চট্টগ্রাম।
০৮। ম্যানেজার/সমন্বয়কারী....................................................................................এনজিও,সাতকানিয়া,চট্টগ্রাম।
০৯। জনাব ................................................................................... সাতকানিয়া,চট্টগ্রাম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস