Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। ২৮০ বর্গ কিলোমিটার আয়তনের পাহাড় ও সমতল ভূমি নিয়ে এ উপজেলা ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের একমাত্র Border Guard Training Center & School (BGTC&S) বাইতুল ইজ্জত, কেওচিয়া এ উপজেলায় অবস্থিত। এ উপজেলায় দোহাজারী-কালিয়াইশ ১০০মেগাওয়াট পিকিং বিদ্যুৎ প্লান্ট রয়েছে। সাঙ্গু ও ডলু নদী এখানকার দুটি বড় নদী। ডলু নদীর ভাঙ্গন এবং আকস্মিক বন্যা সাতকানিয়ার জন্য দুর্ভোগ বয়ে আনে। প্রচুর পরিমান উন্নতমানের বালু এ নদী হতে উত্তোলিত হয়। কৃষিপ্রধান এ উপজেলায় উন্নতমানের গোল আলুসহ নানা ধরণের সবজি চাষ হয়। এ উপজেলায় প্রখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান । তাঁদের মধ্যে সাহিত্যিক আবুল ফজল, প্রাক্তন এমএনএ ও সংসদ সদস্য এম ছিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম ডা: বিএম ফয়জুর রহমান, জনাব আবু ছালেহ, কলামিস্ট ও প্রাবন্ধিক আবুল মোমেন  এর নাম উল্লেখযোগ্য।

 

 

 একবিংশ শতাব্দীকে সামনে রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি  সন্ত্রাসমুক্ত সমাজ, সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ ও উন্নয়নমুখী আলোকিত সাতকানিয়া গড়ার লক্ষ্যে সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসতে ও অঙ্গীকার  ব্যক্ত করতে  আহবান জানাই।

 

মোহাম্মদ নূর-এ-আলম

উপজেলা নির্বাহী অফিসার

সাতকানিয়া, চট্টগ্রাম     

ফোন: ০৩০৩৬-৫৬২৩২